ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর: টিকটক (TikTok) ডাউনলাডের ওপরে নিষেধাজ্ঞা চাপানোর সময় এক সপ্তাহ পিছিয়ে দিল অ্যামেরিকার বাণিজ্য বিভাগ (US Department of Commerce)। শনিবার তারা ঘোষণা করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের নিষেধাজ্ঞার বিষয়টি কমপক্ষে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। যা রবিবার থেকে কার্যকর হবে। আজ থেকে অ্যামেরিকায় টিকটকের ওপরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
সম্প্রতি টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি না করার কথা জানিয়েছে বাইটড্যান্স (Bytedance)। এর বদলে ওরাকলের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নতুন ওই অংশীদারিত্বের চুক্তিতে প্রস্তাব রাখা হয়েছে, ওরাকল (Oracle) টিকটকের প্রযুক্তি অংশীদার হবে এবং ওয়ালমার্টকে (Walmart) ব্যবসায়িক অংশীদার হিসাবে যুক্ত করা হবে। এই প্রস্তাবিত চুক্তির বিষয়টি নিশ্চিত করার পরপরই জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বাইটড্যান্স, ওরাকল ও ওয়ালমার্ট প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত করতে আরও সময় পাবে। গতকালই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি টিকটকের বিক্রিতে তিনি অনুমোদন দিয়ে দিয়েছেন। আরও পড়ুন: Package Addressed To Trump containing Ricin Intercepted: বিষাক্ত রিচিনের প্যাকেট পাঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায়
এদিক নিষেদ্ধাজ্ঞা এড়াতে আইনে পথে হেঁটেছে টিকটক। চিনা প্রতিষ্ঠানটি শুক্রবার ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন আদালতে অভিযোগ দায়ের করেছে। রয়টার্স জানিয়েছে, টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স শুক্রবার স্থানীয় সময় রাতে ওয়াশিংটনের ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে। টিকটক নিষিদ্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে।