Penumbral Lunar Eclipse (Chandra Grahan) Of January, 2020: আগামী ১০ জানুয়ারি আংশিক চন্দ্রগ্রহণ, ২০২০-তে চন্দ্র ও সূর্য মিলিয়ে চারবার গ্রহণ হবে, কবে কখন জেনে নিন
চন্দ্রগ্রহণের প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

২০১৯-এর একেবারে শেষ লগ্নে এসে খণ্ডগ্রাস সূর্য গ্রহণের সাক্ষী থেকেছে ভারত। এবার নতুন বছরেও মহাজাগতিক কর্মকাণ্ড দেখার সুযোগ পাবে গোটা বিশ্ব। এমনিতে সূর্য ও চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষই নয়, গোটা বিশ্বে বিভিন্ন কু-সংস্কার ও লোকাচার রয়েছে। ফিরে আসি মহাজাগতিক কর্মকাণ্ডে। চলতি বছরে চার চারটি গ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ রয়েছে। একেবারে প্রথম সুযোগটি হাতের মুঠোয় বলা যেতে পারে। আগামী ১০ তারিখ অর্থাৎ ২০২০-র ১০ জানুয়ারি এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। কখন কোথা থেকে স্পষ্ট চন্দ্রগ্রহণ দেখার সৌভাগ্য হতে পারে। তরই বিশদ তথ্য রইল আজকের প্রতিবেদনে।

শুধু ভারতে নয়, আগামী ১০ জানুয়ারি চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রোলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পেসিফিক, আটলান্টিক থেকেও। সেদিন রাত ১০টা বেজে ৩৯ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। গোটা প্রক্রিয়াটি শেষ হতে চার ঘণ্টা সময় লাগবে। রাত ১২টা বেজে ৩৯ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। বছরের শুরুতেই এই চন্দ্রগ্রহণকে আংশিক (Penumbral Lunar Eclipse) বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি দেখা যাবে পাঁচ জুন। ফের পাঁচ মাসর পরে চন্দ্রগ্রহণ হবে। সেদিন রাত ১১ টা ১৫ মিনিটে এই গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৬ জুন রাত দুটো বেজে ৩৪ মিনিটে। ভারত ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। আরও পড়ুন-Naihati: দিনদুপুরে বাজ পড়ে বাজি কারখানায় বিস্ফোরণ, কাঁপল নৈহাটি

পরের চন্দ্রগ্রহণও পাঁচ মাসের মাথায় অর্থাৎ আগামী ৩০ নভেম্বর। সেদিনও ভারতীয় সময় দুপুর একটা বেজে দুই মিনিটে গ্রহণ শুরু হবে। টানা সাড়ে চার ঘণ্টা গ্রহণ চলার পর বিকেল পাঁচটা বেজে ২৩ মিনিটে গ্রহণের ইতি ঘটবে। তবে ভর দুপুরে গ্রহণ শুরু হলেও ভারতে বিকেলের দিকে এই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এছাড়াও প্রশান্ত মহাসাগর লাগোয়া দেশ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। এরপর শেষ চন্দ্রগ্রহণটি হবে বছরের শেষে ১৪ ডিসেম্বর। এটি সূর্যগ্রহণ। সেদিন ভারত মহাসাগরের আশপাশের এলাকা ছাড়াও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিটে শুরু হয়ে মধ্যরাত অর্থাৎ ১২টা বেজে ২২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ।