দিল্লি, ১৩ এপ্রিল: বিশ্ব জুড়ে যখন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থায় ছাঁটাই পর্ব চলছে, সেই সময় সুখবর দিল টিসিএস (TCS)। বর্তমান আর্থিক বছরে টিসিএস ৪০ হাজার ফ্রেসার নিয়োগ করবে বলে জানানো হয়েছে। যা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উইপ্রো, এলটিআই-এর মত বৃহৎ সংস্থাগুলি যখন নতুনদের নিয়োগের সময় অনবোর্ডিংয়ের দেরি করছে, সেই সময় চলতি আর্থিক বছরে টিসিএসে বিপুল নিয়োগ হবে বলে যে খবর প্রকাশ পায়, তাতে কার্যত খুশির জোয়ার এসেছে।
টিসিএসের মানব সম্পদ উন্নয়ন দফতরের প্রধান এক বিবৃতি প্রকাশ করে জানান, 'আমরা প্রতিভা বিকাশের ক্ষেত্রেও দ্বিগুণ হয়েছি। প্রত্যেক বছরে প্রায় ৫৩ হাজার ক্লাউড সার্টিফিকেশন প্রাপ্ত করে, হাইপারস্কেলার প্ল্যাটফর্মে প্রচুর কর্মীকে নিয়ে আসা হয়েছে৷'