SS Kalpana Chawla Cygnus Spacecraft Launched: আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিল কল্পনা চাওলার নামাঙ্কিত মহাকাশযান
S S Kalpana Chawla capsule (Photo Credits: NASA)

ভার্জিনিয়া, ৩ অক্টোবর: ভারতীয় বংশোদ্ভুত মহাকাশবিজ্ঞানী কল্পনা চাওলার (Kalpana Chawla) নামাঙ্কিত মহাকাশযান পাড়ি দিল ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনের (International Space Station) উদ্দেশে। মহাকাশ এবং প্রতিরক্ষার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার নর্থরপ গ্রুম্যানের (Northrop Grumman) তৈরি রকেটটি ভার্জিনিয়ার মিড-আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট (MARS) থেকে ISS’এর উদ্দেশে পাড়ি দিয়েছে।

ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার নামানুসারে সিগনাস মহাকাশযানটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য পণ্যসম্ভার এবং অন্য রশদ বহন করছে। প্রায় ৮ হাজার পাউন্ড কার্গো নিয়ে সিগনাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছে। উৎক্ষেপণের সময়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবস্থান ছিল দক্ষিণ ভারত মহাসাগরের উপর। আরও পড়ুন: India's First In-Flight Services: ২০ হাজার ফিট উচ্চতায় 4G পরিষেবা ব্যবহারের সুযোগ দিচ্ছে JIO

ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্পেস স্টেশনে থাকার কথা রয়েছে সিগনাসের। স্পেশ স্টেশন থেকে রওনা দেওয়ার প্রায় দুই সপ্তাহ পরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় সিগনাস ডিওরবিট হওয়ার আগে এবং বেশ কয়েক টন ট্র্যাশ ডিপোজিংয়ের আগে সাফায়ার-ভি পরীক্ষা হবে।