
নয়াদিল্লিঃ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংসভাবে খুন। মিরাটের মার্চেন্ট নেভি অফিসার খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ন্যায়বিচারের লড়াইয়ে জামাইয়ের পাশেই নিহত মার্চেন্ট নেভি অফিসারের শ্বশুর-শাশুড়ি। জামাইকে খুনের অপরাধে মেয়েকে সর্বোচ্চ সাজা দিক আদালত এমনটাই চান তিনি। সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত মুসকান রাস্তোগির মা বলেন,"আমার মেয়েকে সর্বস্ব দিয়ে ভালবেসেছি জামাই। খুব ভাল ছেলে ছিল। আমার মেয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। আমি বিচার চাই। ওর ফাঁসি হোক।" শুধু তাই নয় মুস্কনের মা এও জানান, তাঁর মেয়ের জন্য মা-বাবা , পরিবার ছেড়ে বেরিয়ে এসেছিল সৌরভ। স্ত্রীকে সময় দিতে একসময় চাকরি পর্যন্ত ছাড়েন।
কীভাবে স্বামীকে খুনের ছক সাজিয়েছিল মুসকান?
প্রসঙ্গত, সম্প্রতি মিরাটে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে রেখেছিল স্ত্রী মুসকান রাস্তোগি। জানা গিয়েছে, ২০১৬ সালে সৌরভকে ভালবেসে বিয়ে করেছিল মুসকান । বিয়ের পর পারিবারিক ঝামেলার জন্য স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে ওঠেন সৌরভ। এরপর তাঁদের কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। তার কিছুদিন পর মার্চেন্ট নেভির চাকরি নিয়ে বিদেশে যান সৌরভ। দূরে থাকলেও তাঁর মন পরে থাকত স্ত্র ও মেয়ের দিকেই। মেয়ের ৬ বছরের জন্মদিন উপলক্ষেই ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বর থেকেই স্বামীকে খুনের ছক সাজিয়ে ফেলেছিল মুসকান । সেই মতো ছুরিও কিনে রাখে সে। এদিন সৌরভের খাবারে তাঁরা ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। খাওয়াদাওয়ার কিছুক্ষণের মধ্যে সৌরভ ঘুমিয়ে পড়লে তাকে ছুরি দিয়ে খুন করে সাহিল। এরপর দেহ লোপাটের চেষ্টা চালানো হয়।
মার্চেন্ট নেভি অফিসার খুনে ন্যায়বিচারের লড়াইয়ে জামাইয়ের পাশেই শ্বশুর-শাশুড়ি
‘न्याय चाहिए, उसे फांसी मिले’
मर्चेंट नेवी में कार्यरत सौरभ राजपूत की 4 मार्च को उसकी पत्नी मुस्कान और साहिल नामक व्यक्ति ने हत्या कर दी. हैरानी की बात यह है कि खुद मुस्कान की मां ने सौरभ को अच्छा इंसान बताते हुए न्याय की मांग की और अपनी ही बेटी के लिए फांसी की सजा की अपील की… pic.twitter.com/i24J7YReWB
— NDTV India (@ndtvindia) March 20, 2025