Scientists are using AI (Photo Credit: X)

 নয়াদিল্লি: বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই নিয়ে প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এবার উদ্ভিদের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন বিজ্ঞানীরা (Scientists)। লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনের (London's Royal Botanic Gardens) একটি দল প্রথমবার ৮০০টি প্রজাতি সহ ৯৫০০টিরও বেশি ফুলের গাছের ডিএনএ সিকোয়েন্স করেছে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল (আইপিসিসি) জানিয়েছে, যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কম করার জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ করা প্রয়োজন। সে জন্য বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উদ্ভিদের প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করছেন।

আরও পড়ুন: Heat Wave Advisory: কমছে না গরম, আগামী ৫দিন তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত আবহাওয়া অফিসের (দেখুন টুইট)

Salk's Harnessing Plants Initiative-এর বিজ্ঞানীরা SLEAP নামে একটি অত্যাধুনিক নতুন গবেষণা টুল ব্যবহার করছেন। বিজ্ঞানীরা আশা করছেন, উদ্ভিদের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে সমাধান খুঁজে পেতে পারেন বলে আশা করছেন ।