একগুচ্ছ লোকের মাঝখান থেকে স্বামীকে বের করে সেখান থেকে নিয়ে যান ডিআরডিও কর্মী মধুমিতা। তবে ঘটনার যে ভয়াভহত, তা কার্যত ভুলতে পারছেন না বায়ুসেনায় কর্মরত ওই দম্পতি। ঘটনায় রক্তাক্ত ওই ডিআরডিও অফিসার বলতে শুরু করেন, 'ঈশ্বর আমাদের সাহায্য করবেন।' তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে যখন ওই ভিডিয়ো শেয়ার করেন, তা হু হু করে ছড়িয়ে পড়ে।
...