Ameesha Patel (Photo Credits: Instagram)

মা হতে চলেছেন অভিনেত্রী আমিশা পটেল (Is Ameesha Patel Pregnant)? শোরগোল নেটপাড়ায়। ৪৯ বছরেও অবিবাহিত নায়িকা। নিজের ছন্দে কাটাচ্ছেন জীবন। কাজ থেকে ফাঁকফোকর বুঝে বেরিয়ে পড়েন ঘুরতে। নিজের মত একান্তে সময় কাটাতে। সদ্য নায়িকার দুবাই (Dubai) ভ্রমণের ছবি থেকেই তাঁর অন্তঃসত্ত্বা (Pregnant) হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। হইচই কাণ্ড পড়ে গিয়েছে নেটমাধ্যমে।

২২ বছর পর মুক্তি পাওয়া গদর-এর সিকুয়্যাল 'গদর ২' (Gadar 2) নতুন করে ফের আমিশাকে (Ameesha Patel) প্রচারের আলোয় এনে দাঁড় করিয়েছে। সেই সাফল্য এখনও উপভোগ করছেন তিনি। সদ্য দুবাই ভ্রমণে গিয়ে বিকিনিতে ছবি শেয়ার করে বিপত্তি ঘটিয়েছেন অভিনেত্রী। সুইমিং পুলের ধারে সবুজ বিকিনিতে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিশা।

বিকিনিতে আমিশার স্ফীতোদর স্পষ্টঃ

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

সবুজ বিকিনির সঙ্গে চোখে সানগ্লাস আর মাথায় রয়েছে টুপি। কখনও আইসক্রিম খেতে খেতে পোজ দিচ্ছেন তো আবার কখনও আরাম চেয়ারে বসে ছবি তুললেন। বিকিনিতে আমিশার একটি ছবিতে তাঁর স্ফীতোদর দেখে নেটিবাসীর অনুমান, মা হতে চলছেন নায়িকা। সেই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন, 'মা হতে চলছেন, অথচ তিনি অবিবাহিত'।

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

যদিও নেটিজেনের একাংশ আমিশা পটেলের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন একেবারেই উড়িয়ে দিচ্ছেন। তাঁরা বলছেন, ছবিতে অভিনেত্রী যেভাবে দাঁড়িয়ে রয়েছেন তাতে তাঁর পেট দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু আদতে তা নয়। অতীতেও তাঁর বেশ কিছু ছবি, ভিডিওতে হালকা ভুঁড়ি বোঝা গিয়েছে বলেই দাবি করছেন কিছু নেটবাসী।