দিল্লি, ২৫ জুন: ফের নতুন করে চাকরি যাচ্ছে মাইক্রোসফটে (Microsoft Layoffs)। সত্য নাদেলার (Satya Nadella) কোম্পানি এবার আরও এক দফা কর্মী ছাঁটাই (Microsoft Layoffs 2025) করতে চলেছে বলে খবর। আগামী সপ্তাহে মাইক্রোসফটের গেমিং ডিভিশন থেকে বেশ কিছু কর্মীর চাকরি যেতে পারে বলে খবর। Xbox গেমিং ডিভিশন (Xbox Gaming Division) থেকে এবার বেশ কিছু কর্মীর চাকরি যাবে বলে রিপোর্টে প্রকাশ।
চলতি বছরেই মাইক্রোসফট প্রায় ৬ হাজার কর্মীর চাকরি কেড়ে নিয়েছে। ৬ হাজার কর্মীকে তাড়ানোর পর ওয়াশিংটনের রেডমন্ড সিটি থেকে ৩৫০ জনকে তাড়িয়েছে মাইক্রোসফট। তারপরও শান্ত হয়নি সত্য নাদেলার কোম্পানি। ৩৫০ জনের পর আগামী সপ্তাহে ফের কতজনের চাকরি যায়, সেদিকে তাকিয়ে প্রত্যেকে।
ব্লুমবার্গের খবর অনুযায়ী, এবার মাইক্রোসফট থেকে আরও এক দফা কর্মী ছাঁটাই হবে। এবার Xbox গেমিং ডিভিশন থেকে চলবে চাকরি খাওয়ার প্রক্রিয়া। এবার কতজন কর্মীকে চাকরি হারাতে হবে, সে বিষয়ে সত্য নাদেলার কোম্পানি এখনও খোলসা করে কিছু জানায়নি। তবে যে কর্মীদেরই চাকরি যাক না কেন, তাঁরা যে ফের ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হবেন, তা স্পষ্ট।
জানা যাচ্ছে, Xbox এমন একটি গেমিং ডিভিশন যেখানে ভিডিয়ো গেম, কনসোলসের মত একাধিক জিনিসপত্র থাকে। মাইক্রোসফট কর্পোরেশনের অন্তর্গত এই Xbox গেমিং ডিভিশনের দেখাশোনার দায়িত্ব রয়েছে মাইক্রোসফট গেমিংয়ের উপর। গত ১৮ মাসে এই নিয়ে পরপর ৪ বার ছাঁটাইয়ের মুখে পড়তে চলেছে মাইক্রোসফটের এই ডিভিশন। গত বছরও এই Xbox গেমিং ডিভিশন থেকে একাধিক কর্মীর চাকরি গিয়েছে। এবারও যে তার অন্যথা হচ্ছে না, তা কার্যত স্পষ্ট।