অ্যাপেল, স্যামসং-য়ের সঙ্গে টক্করে অনেকটাই পিছিয়ে পড়েছে নোকিয়া। কিন্তু এবার ফোনে বিপ্লব ঘটানোর দাবি নোকিয়ার সিইও জেনিন লুকানডেরের। নোকিয়ার সিইও দাবি করলেন, তারা তাদের হ্যান্ডসেটে এমন এক অডিয়ো প্রযুক্তি ব্যবহার করছেন যার মাধ্যমে ইউজাররা বুঝতে পারবেন না তারা ফোনে কথা বলছেন, মুখোমুখি নয়। মানুষ ফোনে কথা বলছে মুখোমুখি নয়, এই ফারাকটা বোঝা যায় কিছু 'টোনাল রেঞ্জ'-র জন্য। মানুষ যখন মুখোমুখি বা পাশাপাশি বসে কথা বলে তখন তাতে কোনও রকম ডিজিটাল প্রকৃতির টোনাল রেঞ্জ থাকে না। কিন্তু ফোনে কথা বলে খুব স্বাভাবিকভাবেই তাতে টোনাল রেঞ্জ চলে আসে। তবে আর নয়।
নোকিয়া কর্তার দাবি হল, অত্যাধুনিক অডিয়ো টেকনিলোজি ব্যবহার করে তাদের কোম্পানির আগামী ফোনগুলিতে ডিজিটাল সাউন্ড কম্পেরিজনগুলো মুছে ফেলা সম্ভব হবে। এর ফলে ফোনে কথা বললেও মনে হবে যেন পাশাপাশি বা মুখোমুখি বসলে কথা হচ্ছে। নোকিয়ার ফোনে এই ফিটার শীঘ্রই যোগ হতে চলেছে। আরও পড়ুন-এবার রোবট ক্লাস করাবে স্কুলের পড়ুয়াদের, অসমের প্রথম এআই শিক্ষক 'আইরিশ' কে চিনুন
দেখুন খবরটি
🇫🇮 NOKIA TO MAKE PHONE CALLS SOUND LIKE IN-PERSON CONVERSATIONS
Nokia's CEO just had the world's first phone call with audio technology that removes the sound compression that current phones use, resulting in a lack of nuance in tonal ranges which reveals the digital nature of… pic.twitter.com/k1Q8GsTpTP
— Mario Nawfal (@MarioNawfal) June 10, 2024
ডিজিটাল টোনাল রেঞ্জের কারণে ফোনে কথা বললে আমাদের কণ্ঠস্বরেও বদল আসে। যদিও আগের থেকে এখনকার হ্যান্ডসেটগুলিতে কণ্ঠস্বরের বদল অনেক কম হয়।