Photo Credit Twiter (Nasa)

ধেয়ে আসছে গ্রহাণু। আজ থেকে ঠিক ২৩ বছর পর ভ্য়ালেন্টাইন দিবসে আছড়ে পড়বে এই গ্রহাণু। ২০২৩ DW নামের এই গ্রহাণুটি এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে বিজ্ঞানীদের কাছে। তবে আদৌ কি এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়বে?

৫০ মিটার ব্যাস যুক্ত অলম্পিক সুইমপুলের সাইজের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সী। সম্ভাবনার পরিমান কম থাকলেও স্পেস এজেন্সির লিস্টে কিন্তু প্রথম নম্বরেই রয়েছে এই গ্রহাণুর নাম।

নাসার প্লানেটরি ডিফেন্স কোঅর্ডিনেশন এজেন্সীর তরফে প্রথম থেকেই নজরে রাখা হয়েছে এই গ্রহাণুটিকে। এবাং তারাও এই গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার ব্যাপারে সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে।

আর যাই হোক ২০২৩ এ ভ্যালেন্টাইনের দিনটি যাতে নষ্ট না হয় সেবিষয়টি মাথায় রেখে কড়া নজর রাখা হচ্ছে গ্রহাণুটির ওপর।