Meta (Photo Credit: File Photo)

সান ফ্রান্সিসকো, ২০ এপ্রিল: ফের কর্মী ছাঁটাই মেটায় (Meta)। ফেসবুকের (Facebook)পেরেন্ট কোম্পানি মেটা থেকে ফের কর্মী ছাঁটাই করা হচ্ছে। বিশ্ব জুড়ে চাকরি যাচ্ছে মেটার কর্মীদের। নতুন করে চাঁটাই শুরু হওয়ায়, মেটা কর্মীরা লিঙ্কডিনে হাজির হয়ে, নিজেদের দুর্দশার কথা বর্ণনা করছেন। তা থেকেই প্রকাশ্যে আসছে ছাঁটাইয়ের খবর। টেরেসা নামে মেটার বিসনেস প্রোগ্রাম ম্যানেজার জানান, সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারেন, তাঁর আর চাকরি নেই। মেটায় যাঁদের চাকরি যাচ্ছে, তিনিও তাঁদের মধ্যে অন্যতম। কারও হাতে যদি কোনও চাকরির সুযোগ থাকে, তাহলে যেন তাঁকে জানানো হয় বলে লিঙ্কডিনে আবেদন করেন টেরেসা।

শুধু টেরেসা নন, তাঁর মত একাধিক কর্মীর এবার চাকরি যাচ্ছে ফেসবুকের এই পেরেন্ট কোম্পানি থেকে। গোটা বিশ্ব জুড়ে মেটার কর্মীদের উপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়ছে বলে খবর।

প্রসঙ্গত ২০২২ সালের শেষ থেকে বিশ্বের একাধিক কোম্পানি থেকে ছাঁটাইয়ের খবরে তোলপাড় তত্য প্রযুক্তি সংস্থা। সেই তালিকায় পরের দিকে মেটার নাম জুড়লেও, এবার জুকারবার্গের সংস্থা থেকে একের পর এক ছাঁটাই শুরু করেছে।