দুর্গাপুজো (Photo Credits: Pixabay)

করোনা সংক্রমণ। লকডাউন। তার উপর হাইকোর্টের রায়ে প্রতিটি মণ্ডপ আপাতত কন্টাইনমেন্ট জোন। সেরা উৎসব দুর্গাপুজোতে (Durga Puja 2020) তাই ঘরবন্দি বাঙালি। তবে বাঙালির মন ভাল করতে দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। ঘরে বসেই করে ফেলুন পুজো পরিক্রমা। একটা, দু'টো নয়। কলকাতার সেরা ৫০ টি সেরা পুজো ঘরে বসে দেখতে পারবেন আপনি। এককথায় বলা যেতে পারে, মুকেশ আম্বানির জিও ডিজিটাল লাইভ পুজো পরিক্রমার আয়োজন করেছে শুধুমাত্র আপনার জন্য। পড়ুন: Durga Puja 2020 Special Food Recipe: তপসে ফ্রাই থেকে ফিরিঙ্গি ফ্রাই! দেখে নিন মজাদার কিছু দুর্গাপুজো স্পেশাল রেসিপি 

এবছর করোনার গ্রাসে গোটা বিশ্ব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা সংক্রমণের মধ্যেই দুর্গাপুজোর অনুমতি দিয়েছে। এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। তাতেই কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রতিটি মণ্ডপকে 'নো-এন্ট্রি জোন' ঘোষণা করা হয়। এরপরই বাঙালির মন ভাল করতে পদক্ষেপ নেয় জিও। ২২ অক্টোবর পঞ্চমীর দিন থেকেই শুরু হয় ডিজিটাল পুজো পরিক্রমা। বাড়ির মধ্যে পরিবারের সঙ্গে বসে আয়েশ করে দেখতে পারবেন দুর্গাপুজো।

আপনিও এই দুর্দান্ত কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারবেন। আর এরজন্য আপনাকে নিজের স্মার্টফোনে জিও নিউজ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরই স্ক্রিনের নীচে আপনি ভিডিওজ অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই Puja 2020 অপশনে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন কলকাতার সেরা ৫০টি দুর্গাপুজো। চারদিন ধরেই চলবে এই কর্মকাণ্ড। শুধু মণ্ডপ নয়। শিল্পী, সৃজনশীলতা, থিম, মণ্ডপসজ্জা-সমস্ত কিছুই তুলে ধরা হবে এর মাধ্যমে।