James Webb Space Telescope: নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ১৯টি স্পাইরাল গ্যালাক্সির বিস্ময়কর ছবি তুলেছে, দেখুন
Stunning Image of Galaxies (Photo Credit: X)

মুম্বই: নাসা (NASA)-র জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope) আবারও মহাবিশ্বের কিছু বিস্ময়কর ছবি ধারণ করল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর ধারণ করা ১৯টি স্পাইরাল গ্যালাক্সি (19 Spiral Galaxies)-এর নতুন ছবি সম্প্রতি প্রকাশ হয়েছে। জেএসডব্লিউডির তোলা মিল্কিওয়ে (Milky Way) ছায়াপথগুলোর (Galaxies) মধ্যে সবচেয়ে কাছের ছায়াপথটি এনজিসি৫০৬৮-এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরে। এবং সবচেয়ে দূরের ছায়াপথটি এনজিসি-১৩৬৫-এর দূরত্ব পৃথিবী থেকে ৬ কোটি আলোকবর্ষ দূরে। আরও পড়ুন: Video Streaming Without Internet: ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিয়ো, দেশের ১৯ শহরে D2M প্রযুক্তিতে হবে এমনই!

Stunning Images of Spiral Galaxies (Photo Credit: X)

 

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২০২১ সালে মহাকাশে যাত্রা শুরু করে এবং ২০২২ সালে ডেটা সংগ্রহের কাজ শুরু করে।

Stunning Image of Spiral Galaxies (Photo Credit: X)

 

১৯৯০-এর দশকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল এই টেলিস্কোপটির। তখনই খরচ ধরা হয়েছিল ১০০ কোটি ডলার।

Stunning Image of Spiral Galaxies (Photo Credit: X)

 

২০২১ সালে যখন এই টেলিস্কোপ মহাকাশে পাড়ি দেয় তখন খরচ পড়ে ১০০০ কোটি ডলার।