ওয়াশিংটন, ১৩ জানুয়ারি: পৃথিবীর দিকে ধেয়ে আসছে মস্ত এক গ্রহাণু (Asteroid)। ১৮ জানুয়ারি ওই বিশাল মহাকাশীয় বস্তুটি পৃথিবীকে অতিক্রম করবে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) একটি ঘনিষ্ঠ দিকের দিকে রওনা হবে। গ্রহাণু 7482 (1994 PC1) সৌরজগতের মধ্য দিয়ে তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসার সাথে সাথে আগামী সপ্তাহে পৃথিবীকে অতিক্রম করবে। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠনের সময় আলাদা হয়ে যাওয়া অবশিষ্ট পাথুরে টুকরোগুলিকে গ্রহাণু বলা হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি পৃথিবী থেকে ১.৯৩ মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে। এই দূরত্ব চাঁদ এবং পৃথিবীর মধ্যেকার দূরত্বের ৫.১৫ গুণ। জেট প্রপালশন ল্যাবরেটরি বলেছে যে বস্তুটি প্রতি ঘন্টায় ৭০,৪১৬ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে। গ্রহাণুটির ব্যাস প্রায় ১ কিলোমিটার। এটির উচ্চতা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ২.৫ গুণ। আরও পড়ুন: James Webb Space Telescope: মহাকাশে রওনা দিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, দেখুন ভিডিও
বিস্ময়কর আকারের কারণে সম্ভাব্য বিপজ্জনক বলা হয়েছে গ্রহাণুটিকে। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন যে গ্রহাণুটির কারণে পৃথিবীর কিছু হবে না। বিশেষজ্ঞরা বলেছেন যে এই আকারের একটি গ্রহাণুর প্রতি ৬ লাখ বছরে পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা রয়েছে।