Tagenarine Chanderpaul. (Photo Credits: Twitter)

বাবার ১১ বছর পর টেস্টে ডবল সেঞ্চুরি করলেন ছেলে। ২০১২ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে শিবনারায়ন চন্দ্রপল করেছিলেন অপরাজিত ২০৩ রান। এবার তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপল তাঁর কেরিয়ারের তৃতীয় টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকালেন। টেস্টের ইতিহাসে এই প্রথম বাবা ও ছেলে ডবল সেঞ্চরি হাঁকিয়ে নজির গড়লেন। ত্যাগনারায়ান এদিন তাঁর বাবার সর্বোচ্চ স্কোরকেও ছাপিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনে ২০৭ রানে অপরাজিত থাকলেন। শিবনারায়ন চন্দ্রপল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪টি টেস্ট খেলে সর্বোচ্চ স্কোর করেছিলেন ২০৩। সেখানে জুনিয়র চন্দ্রপল তাঁর তৃতীয় টেস্টেই ছাপিয়ে গেলেন বাবার সর্বোচ্চ রানের রেকর্ড। ত্যাগনারায়ন পাশাপাশি গড়লেন এক বড় রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে এই প্রথম ৩০০ রান হল। বুলাওয়েতে দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট ও ত্যাগনারায়ন চন্দ্রপল ৩৩৬ রানের পার্টনারশিপ করলেন। ভেঙে গেল গর্ডন গ্রিনিজ- ডেসমন্ড হাইন্স (২৯৮)-র ওপেনিং পার্টনারশিপের রেকর্ড। ব্রেথওয়েট ৩১২ বলে ১৮২ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে এলবি হয়ে ফেরার পরেই রেকর্ড ৩৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙে যায়। আরও পড়ুন-ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি

দেখুন টুইট

তবে ব্রেথওয়েট আউট হলেও, ৪৬৭ বলে ২০৭ রান করে অপরাজিত থাকেন জুনিয়র চন্দ্রপল। ৬৮৫টি বল করার পর জিম্বাবোয়ে এই টেস্টে প্রথম উইকেটটা পায়। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৭ রানে ডিক্লেয়ার দেয়।

বাবার মত খুবই ধৈর্যশীল, আর দারুণ টেকনিকে ব্যাট করেন ত্যাগনারায়ন চন্দ্রপল। ডবল সেঞ্চুরি করতে নিলেন সাড়ে ৪০০টা বল, স্ট্রাইক রেট মাত্র ৪৪।

প্রসঙ্গত, শিবনারায়ান চন্দ্রপল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দুটি ডবল সেঞ্চুরি হাঁকান। দুটোতেই তিনি প্রথম ইনিংসে করেচিলেন ২০৩ রান অপরাজিত। প্রথমবার ২০০৫ সালে জর্জটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, আর দ্বিতীয়টা ২০১২ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে।