নয়াদিল্লিঃ এ বার বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছর বয়সের ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)বিশাখাপত্তনমে(Visakhapatnam)। গত মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বাড়িতে একা ছিল ১৫ বছরের ওই নাবালিকা। মানসিক সমস্যা রয়েছে তার। বাবা-মা শ্রমিকের কাজ করেন। ঠাকুমার সঙ্গেই থাকে সে। তাকে বাড়িতে রেখে মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন ঠাকুমা। সেই সময় বাড়িতে প্রবেশ করে বি ইয়েল্লা রাও নামে ওই ব্যক্তি।
ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা
এরপর বাড়ি ফিরে নির্যাতিতার ঠাকুমা দেখেন ওই নাবালিকার উপর ঝাঁপিয়ে পড়েছে মদ্যপ রাও। ঠাকুমা সবটা দেখে ফেলায় তাঁকেও আক্রমণ করে ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের হাতে ধরা পড়ে অভিযুক্ত। তাকে মারধর করে স্থানীয়রা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে হাসপাতাল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৫, ১ সহ পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ৫০ বছর বয়সী এক ব্যক্তি
Man Arrested For Allegedly Raping Mentally-Challenged Minor Girl In Andhra https://t.co/ewXh5tt3Ak pic.twitter.com/dkUaR53UIc
— NDTV News feed (@ndtvfeed) January 22, 2025