IND vs ENG 1st T20I Highlights: গতকাল রাতে ইংল্যান্ডের বহুল আলোচিত আক্রমণাত্মক মনোভাব ভেঙে গুঁড়িয়ে দেয় ভারত। প্রায় এক বছর পর সাদা বলের ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালাম যুগের শুরুটা হয়েছে নড়বড়ে। টি-টোয়েন্টি কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে ম্যাককালাম বড় জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কলকাতায় খেলা হয়েছে পুরো উল্টো। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্পিনের কারণে লড়াই করে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলারের ঝড়ো ফিফটি সত্ত্বেও সফরকারীরা মাত্র ১৩২ রানে গুটিয়ে যায়। যেখানে রানের বন্যার আশা করা হয়েছিল সেখানে দুই ব্যাটিং পাওয়ার হাউসের মধ্যে ম্যাচটি লো স্কোরিং ম্যাচে পরিণত হয়। মেন ইন ব্লু সেই ম্যাচে আধিপত্য বিস্তার করে। অভিষেক শর্মার ২০ বলে অর্ধশতরানের সুবাদে লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। England Cricket: ইডেনে এক স্পিনারে ইংল্যান্ড, বাটলারদের চোখ বিশ্বকাপের সেমিতে হারের প্রতিশোধে
অভিষেক শর্মার অসামান্য ব্যাটিংয়ের ঝলক
Abhishek Sharma weaving magic and how! 🪄
Follow The Match ▶️ https://t.co/4jwTIC5zzs #TeamIndia | #INDvENG | @IamAbhiSharma4 | @IDFCFIRSTBank pic.twitter.com/5xhtG6IN1F
— BCCI (@BCCI) January 22, 2025
ভারত মাত্র ১২.৫ ওভারে ১৩৩ রান তাড়া করে তিন বিভাগেই নিজেদের সেরা প্রমাণ করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ইংল্যান্ডের বোলারদের হিমশিম খাইয়ে কলকাতায় অভিষেক তার সেরা ছক্কা হাঁকান। বর্ডার-গাভাসকর ট্রফির হারের পর এই জয় ভারত ও গৌতম গম্ভীরের মনোবল বাড়ানোর জন্য বড় জয়। গতকাল টস জিতে ভারতের একাদশ ঘোষণা করা হলে সেখানে জায়গা হয়নি মহম্মদ শামির। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে এত জল্পনার পর এই সিদ্ধান্ত বেশ অবাক করা। খেলা শুরুর আগে কলকাতার সন্ধ্যার শিশির পড়ে। এই শিশিরভেজা কন্ডিশনে অভ্যস্ত হতে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন ভেজা বল দিয়ে অনুশীলন করেছিল ভারত। তবে টস জিতে তিন স্পিনার মাঠে নামানোর সিদ্ধান্ত এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে ভারতের। বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের পারফরম্যান্স নিশ্চিত করে ভারতের জয়। তিন ভারতীয় স্পিনার ১২ ওভার বোলিং করে মাত্র ৬৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি২০ স্কোরকার্ড
Abhishek Sharma's explosive knock outclassed England in the T20I series opener in Kolkata 💥#INDvENG 📝: https://t.co/9nrI1DaGqi pic.twitter.com/aLigXoyyaN
— ICC (@ICC) January 22, 2025