Pak Designer Deepak Perwani (Photo Credit: X)

দিল্লি, ২২ জানুয়ারি: এবার ভারতের (India) প্রশংসা করায় চরম কটাক্ষের মুখে পড়তে হল পাকিস্তানি ডিজাইনার (Pakistani Designer) দীপক পেরওয়ানিকে (Deepak Perwani)। পাকিস্তানের তুলনায় ভারত সবদিক থেকে এগিয়ে গিয়েছে, ভাল করছে। একটি সাক্ষাৎকারে এভাবেই ভারতের প্রশংসা করে চরম কটাক্ষ এবং হুমকির মুখে পড়লেন ডিজাইনার দীপক পেরওয়ানি।

ভারত এবং পাকিস্তানের আর্থ-সামাজিক অবস্থা, মহিলাদের পরিস্থিতি নিয়ে কথা বলতে বসে দীপক পেরওয়ানি বলেন, পাকিস্তানের তুলনায় অনেক ভাল আছেন ভারতীয়রা। ভারতের মানুষ মন খুলে কথা বলতে পারেন। হাসতে পারেন। তাঁরা নিজেদের কাজ অত্যন্ত ভালভাবে করতে পারেন। এমনকী রিক্সা, অটোরিক্সা চালকরাও ইউপিআই ব্যবহার করেন লেনদেনের জন্য। এভাবেই ভারতের প্রশংসা করেন দীপক পেরওয়ানি।

আরও পড়ুন: Pakistani YouTubers Sana Amjad, Shoaib Chaudhary: ভারতের কথা বলায় 'চরম বিদ্বেষ', পাক ইউটিউবার সানা, সোহেবকে অপহরণ করে অত্যাচার, হুমকি

পাকিস্তানি ডিজাইনার আরও বলেন, তিনি করাচির পুরনো ছবি দেখেছেন যেখানে পুরুষদের সঙ্গে মহিলারা মোটরবাইক চালাতেন। বর্তমানে তা আর হয় না। তবে ভারতের মুম্বইতে মন্দিরের পাশে মসজিদের সহাবস্থান এবং সেখানে মানুষ শান্তিতে বসবাস করেন বলেও মন্তব্য করেন দীপক পেরওয়ানি।

এসবের পাশাপাশি ভারত বিদ্বেষ ছড়ালে পাকিস্তানের উন্নতি হবে না। পাকিস্তানের উন্নতি করতে গেলে, দেশে কাজ করতে হবে। সব সময় ভারত বিদ্বেষ ছড়ালে, তা কখনওই পাকিস্তানের উন্নতি করতে পারে না বলে দীপক পেরওয়ানি মন্তব্য করেন। ওই ঘটনার পরই দীপককে চরম কটাক্ষের মুখে পড়তে হয়। দীপক পেরওয়ানি কেন ভারতে চলে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পাকিস্তানের বহু মানুষ।