Pakistani YouTubers Sana Amjad, Shoaib Chaudhary (Photo Credit: X)

দিল্লি, ২২ জানুয়ারি: পাকিস্তানি ইউটিউবার (Pakistani YouTuber) সানা আমজাদ (Sana Amjad) এবং সোহেব চৌধুরীকে (Shoaib Chaudhary) ফাঁসি দিয়েছে পাক সেনা? এমন গুঞ্জন শুরু হয় সম্প্রতি জোরদার। এবার সানা আমজাদ এবং সোহেব চৌধুরীর রহস্যজনক অন্তর্ধানের কারণ প্রকাশ্যে আসে। রিপোর্টে প্রকাশ, টানা ২১ দিন পর সোহেব চৌধুরীর খোঁজ মিলেছে। খোঁজ মিলতেই সোহেব চৌধুরী জানান, তাঁকে অপহরণ করে নিয়ে যায় একটি রাজনৈতিক দল। সেখানে তাঁর উপর অত্যাচার  চলে। তাঁকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পতাকার নীচে যোগ দিতে হবে বলে দাবি করা হয়। এমনই জানান পাকিস্তানি ইউটিউবার সোহেব চৌধুরী।

আরও পড়ুন: Pakistani Army Hang Sana Amjad, Shoaib Chaudhary? পাকিস্তানে রহস্য, ভারত, মোদীর প্রশংসা করায় দুই ইউটিবারকে ফাঁসি দিল পাক সেনা?

কোন রাজনৈতিক দলের তরফে সানা আমজাদ এবং সোহেব চৌধুরীকে তুলে নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে প্রশ্ন করা হলে পরের ভিডিয়োর উল্লেখ করেন পাক ইউটিউবার। সোহেব চৌধুরী বলেন, তিনি তাঁর পরের ভিডিয়োতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নাম নেবেন এবং জানাবেন সবকিছু। তবে তাঁকে যতই ভয় দেখানো হোক না কেন, তিনি দমে যাননি। ভয় পাননি। তাই পরের ভিডিয়োতে কারা তাঁকে তুলে নিয়ে যায়, সে বিষয়ে সম্পূর্ণ বিবরণ দেবেন বলে জানান পাকিস্তানি ইউটিউবার।

সোহেব চৌধুরীর পাশাপাশি সানা আমজাদও নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সানা বলেন, তাঁর মাকে ভয় দেখানো হয়, তাঁকে তুলে নিয়ে গিয়ে। চ্যানেল থেকে যাতে ভিডিয়ো সরিয়ে ফেলা হয়, সে বিষয়েও দেওয়া হয়েছে হুমকি। তবে ভারতের প্রশংসা করা কোনও অপরাধ নয় পাকিস্তানি। এমনকী পাক প্রধানমন্ত্রীও আগে ভারতের এবং ভারতের রাজনীতিবিদদের প্রশংসা করেছেন বলে মন্তব্য করেন সানা। তাহলে কেন তাঁকে ধরে নিয়ে যাওয়া হল, হুমকি দিল, তা নিয়ে প্রশ্ন তোলেন সানা আমজাদ। সেই সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম যেভাবে তাঁদের খবর করেছে, পাশে থেকেছে, তার জন্য ধন্যবাদ জানান সানা আমজাদ নামের ওই পাক ইউটিউবার।