নয়াদিল্লিঃ নাম ভজন সিং রানা। এতদিন স্রেফ অটোচালক হিসেবই তাকে চিনত বান্দ্রার মানুষ। তবে রাতারাতি 'সুপার হিরো' তকমা জুটেছে তাঁর। ১৬ জানুয়ারি রাতে সইফ আলি খানের উপর হামলার ঘটনার পর আহত অভিনেতাকে অটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনিই। সুস্থ হয়ে বাড়ি ফিরতেই তাই সুপারহিরোর সঙ্গে দেখা করতে ভুললেন ছোটে নবাব। ভালবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে ভজনের হাতে তুলে দিলেন টাকাও। শুধু তাই নয়, ভজনের মাথায় আশীর্বাদের হাত রাখলেন শর্মিলা ঠাকুর। বুধবার দুপুরে বান্দ্রার বাড়িতেই ভজনের সঙ্গে দেখা করেন সইফ। এক ফ্রেমে পাওয়া যায় দু'জনকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
জীবনদাতাকে ভুললেন না সইফ আলি খান
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে হামলার পর রক্তাক্ত অবস্থায় ভজনের অটোতে চেপেই লীলাবতী হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। প্রথমে তাঁকে দেখে চিনতে পারেননি ভজন। পরে স্ট্রেচার চেয়ে নিজের পরিচয় দেন অভিনেতা। পরে চিকিৎসকেরা জানান, সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় সুবিধা হয়েছে।
সুস্থ হয়ে বাড়ি ফিরেই জীবনদাতা অটোচালকের সঙ্গে দেখা করলেন সইফ আলি খান
📸#InPics | Actor Saif Ali Khan meets auto driver Bhajan Singh Rana who took him to hospital after attack#SaifAliKhan pic.twitter.com/kkDJOWJhn7
— NDTV (@ndtv) January 22, 2025