কাতার, ৬ জুন: আগামী ১৫ জুন থেকে নিজের দেশে শুরু হতে চলা কোপা আমেরিকা (Copa America 2019)-য় খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar)। বুধবার কাতারের বিরুদ্ধে এক প্রীতি ম্য়াচে খেলতে গিয়ে চোট পান ব্রাজিলের এক নম্বর তারকা নেইমার। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় টিম ডাক্তারের সহায়তায় মাঠ ছাড়েন নেইমার। পরে জানা যায় নেইমারের কোপা আমেরিকায় খেলার কোনও সম্ভাবনা নেই।
ধর্ষণের অভিযোগ থাকায় নেইমারের খেলা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু তারপরেও নেইমারের মত ম্যাচ উইনারের খেলা নিয়ে তেমন নিশ্চয়তা ছিল না। চোট পাওয়ার পর নেইমারের কোপায় খেলার সম্ভাবনা শেষ হল। এবার নেইমারকে ছাড়াই নিজের দেশে দক্ষিণ আমেরিকার এক নম্বর ফুটবল টুর্নামেন্ট জেতার জন্য নামতে হবে তিতের ব্রাজিলকে। কাতারের বিরুদ্ধে ম্য়াচে ২১ মিনিটে ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তখনও বোঝা যায়নি এতবড় ধাক্কা আসতে চলেছে ব্রাজিলের কাছে। শেষ পর্যন্ত কাতারকে ২-০ গোলে হারালেও বড় রত্ন হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ। যদিও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে যাওয়া নেইমারের কাছে নতুন নয়। আরও পড়ুন-Neymar Accused Of Rape: নেইমারকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে ভিডিও
গত বছর রাশিয়া বিশ্বকাপে নেইমারের চোট নিয়ে বিতর্কও কম হয়নি। নেইমারের চোট আসলে প্লে অ্যাকটিং এমন অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম-পোস্ট। যা সেইসময় খুব ভাইরাল হয়।