Korea Open 2019: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে পারুপল্লি কাশ্যপ
পি কাশ্যপ। (Photo Credits: IANS)

ইঞ্চিয়ন (দক্ষিণ কোরিয়া), ২৬ সেপ্টেম্বর: Korea Open 2019: পিভি সিন্ধু (PV Sindhu) , সাইনা নেহওয়াল (Saina Nehwal) রা আগেই বিদায় নিয়েছেন। চলতি কোরিয়া ওপেনে ভারতীয়দের হতাশার মাঝে সাই প্রণীতেরও বিদায় হয়েছে। কোরিয়া ওপেনে এখন ভারতের সব আশা পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)- এর ওপর। সেই পি কাশ্যপ দুরন্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠলেন। মালয়েশিয়ার লি ডারেনকে ২১-১৭, ১১-২১, ২১-১২ তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের ৩৩ বছরের তারকা এই শাটলার।

সেমিফাইনালে ওঠার ম্যাচে কাশ্যপের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডেনমার্কের জান ও জোরগেনসেন অথবা ইন্দোনেশিয়ার সিনিসুকা গিনটিং। জোরগেনসেন বনাম সিনসুকার মধ্যে শেষ ষোলো রাউন্ডের ম্যাচের জয়ীর বিরুদ্ধেই খেলবেন কাশ্যপ। আরও পড়ুন-দেহ-ব্যবসায়ীর চরিত্রে রিচা চিড্ডা

প্রি কোয়ার্টার ফাইনালে কাশ্যপ-লি ডারেনের মধ্যে বেশ লড়াই হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ম্যাচে কাশ্যপ শুরুটা দারুণ করেন। প্রথম গেমে ২১-১৭ জেতার পর দ্বিতীয় গেমে বেশ কতগুলো ভুলের খেসারত দিতে হয় কাশ্যপকে। দ্বিতীয় গেমে কাশ্যপ হারেন ১১-২১। এরপর নির্ণায়ক তৃতীয় গেমে কাশ্যপ দারুণ খেলে ২১-১২ জেতেন।