Manisha Ramdass wins Bronze Medal. (Photo Credits: X)

পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পর এবার মহিলাদের সিঙ্গলস থেকে এল একটি রুপো ও একটি ব্রোঞ্জ। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের SU5 বিভাগে রুপো জিতলেন থুলাসিমাথি মুরুগেশান ( Thulasimathi Murugesan) ও ব্রোঞ্জ পেলেন মণীশা রামাদাস ( Manisha Ramadass )। একই বিভাগে একটা রুপো ও ব্রোঞ্জ আসায় প্যারিস চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দশে চলে গেল। চলতি প্যারালাম্পিক্সে ভারত এখনও পর্যন্ত ২টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছে। মহিলাদের শ্যুটিংয়ে অবনী লেখারার পর নীতেশ কুমারের সোনার পর পদক তালিকায় ভারত এবার ২২ নম্বরে উঠে আসে।

এদিন বিকেলে প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ (Paris Paralympics 2024)-এ দ্বিতীয় সোনা জিতল ভারত। পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের SL3 বিভাগে সোনা জিতলেন ভারতের নীতেশ কুমার (Nitesh Kumar)। ট্রেন দুর্ঘটনায় একটা পা হারিয়েও জীবনযুদ্ধে জিতে দেশকে প্যারালিম্পিকে সোনা ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথহেলকে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ হারিয়ে সোনা জিতলেন আইআইটি-র গ্র্যাজুয়েট-প্যারা শাটলার নীতেশ।

দেখুন প্যারালিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে জোড়া পদক 

নীতীশের সোনার আগে টানা দুটো প্যারালিম্পিক্সে (Paralympics) পদক জয়ের রেকর্ড গড়েন ভারতের ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। প্যারিসে (Paris Paralympics 2024) প্যারা ডিসকাস থ্রো-য়ের F56 (Discuss Throw F56) বিভাগে রুপো জিতলেন যোগেশ। টোকিও প্যারালিম্পিক্সেও একই বিভাগে রুপো জিতেছিলেন হরিয়ানার ২৭ বছরের ডিসকাস থ্রোয়ার। এদিন প্যারিসে ৪২.২২ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে রুপো জেতেন যোগেশ। সেখানে ব্রাজিলের ক্লাউদিনে বাতিস্তা দোস স্যান্টোস ৪৬.৮৬ মিটারের নয়া প্যারালিম্পিক্সের রেকর্ড গড়া দূরত্বে ডিসকাস ছুঁড়ে জিতলেন সোনা।