ব্যাঙ্কক, ১৫মে: ব্যাডমিন্টন কোর্টে ইতিহাস ভারতের। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকল ১৫ মে, ২০২২ তারিখটা। এই প্রথম ব্যাডমিন্টনের কুলীন দেশভিত্তিক টুর্নামেন্ট থমাস কাপে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। রবিবার ফাইনালে ইন্দোনেশিয়াকে উড়িয়ে থমাস কাপের খেতাব ঘরে তুললেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল থমাস কাপে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। কিন্তু ফাইনালে প্রথমে সিঙ্গলসে লক্ষ্য সেন, তারপর ডবলসে সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি-রা দারুণভাবে জিতে পাঁচ ম্যাচের ফাইনালে ২-০ এগিয়ে দেন ভারতকে।
এরপর টাইয়ের তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত সিঙ্গলসে জিতে নিয়ে দেশকে প্রথমবার থমাস কাপ এনে দিলেন। আরও পড়ুন: হাজারতম ম্যাচ জিতলেন জকোভিচ
দেখুন টুইট
HISTORY SCRIPTED 🥺❤️
Pure show of grit and determination & India becomes the #ThomasCup champion for the 1️⃣st time in style, beating 14 times champions Indonesia 🇮🇩 3-0 in the finals 😎
It's coming home! 🫶🏻#TUC2022#ThomasCup2022#ThomasUberCups#IndiaontheRise#Badminton pic.twitter.com/GQ9pQmsSvP
— BAI Media (@BAI_Media) May 15, 2022
ভারতের ব্যাডমিন্টনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের দিনটা। এর আগে সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুরা অলিম্পিকে পদক জিতেছেন। এবার ব্যাডমিন্টনের দেশের পুরুষ দল থমাস কাপের মত টুর্নামেন্টে সোনা জিতে মহাসাফল্য এনে দিল।
ফাইনালে প্রথম ম্যাচে লক্ষ্য সেন ৮-২১ এ প্রথম গেম হারের পর দারুণভাবে ফিরে এসে ২১-১৫, ২১-১৬ হারান ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা-কে। এরপর ডবলসে সাত্যকিসাইরাজ রেড্ডি-চিরাগ শেঠি ১৮-২১ প্রথম গেম হারের পর, দারুণ কামব্যাক করে ২৩-২১,২১-১৬ হারান মহম্মদ আহশান-সুকামুলিজো জুটিকে।
২-০ এগিয়ে এগিয়ে গিয়ে ভারত ঐতিহাসি সোনা জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে ছিল। পাঁচ ম্যাচের টাইয়ের তৃতীয় খেলায় কিদাম্বি শ্রীকান্ত নামেন জনাথন ক্রিস্টির বিরুদ্ধে। শ্রীকান্ত ২১-১৫, ২৩-২১ জিতে থমাস কাপ ভারতে নিয়ে আসেন। ভারত ফাইনালে ৩-০ হারায় টুর্নামেন্টের ইতিহাস সফলতম দেশ ইন্দোনেশিয়াকে।
চক দে ইন্ডিয়া
🇮🇳 INDIA ARE THE 🥇 GOLD MEDAL WINNERS OF THE THOMAS CUP!
(📸 Voot India)#ThomasCup2022 #Badminton 🏸 Live: https://t.co/wSOSa7KGD6 pic.twitter.com/Gi2azpCAQy
— Firstpost Sports (@FirstpostSports) May 15, 2022
থমাস কাপে ভারতীয় পুরুষ দলের কোনও সদস্যই অলিম্পিকে পদক জেতেননি। অথচ তাঁদের প্রতিপক্ষ ছিল রেকর্ড সংখ্যাক অলিম্পিক সোনাজয়ী, বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সব হিসেব উল্টে শ্রীকান্ত, লক্ষ্য সেন-রা ব্যাডমিন্টনের 'ডেভিস কাপ' জিতে চমকে দিলেন।
দেখুন টুইট
India World men team champions. World take a bow. Badminton we have arrived. ❤️❤️❤️❤️❤️❤️❤️ #ThomasAndUberCups2022 #ThomasUberCup2022 pic.twitter.com/YHHGySVg1v
— Arindam Basu (@rangiteesta) May 15, 2022
তাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত এবারের থমাস কাপে ভারতীয় পুরুষ দল একেবারে অপ্রতিরোধ্য ফর্ম মেলে ধরেছে। গ্রুপে চাইনিজ তাইপের কাছে হারলেও জার্মানি ও কানাডাকে ৫-০ হারিয়ে আগেই নক আউটে উঠেছিল ভারতীয় পুরুষ, দল। এরপর কোয়ার্টার ফাইনালে ভারত ৩-২ হারায় মালয়েশিয়াকে। তারপর সেমিফাইনালে শক্তিশালী ডেনমার্ককে ৩-২ হারিয়ে ৭৩ বছরের প্রতীক্ষার অসান ঘটিয়ে ফাইনালে উঠেছিল ভারত।
পেশাদার ব্যাডমিন্টন দেশভিত্তিক টুর্নামেন্ট পুরুষদের নিয়ে হয় থমাস কাপ, আর একই সঙ্গে মহিলাদের নিয়ে হওয়া টুর্নামেন্টকে বলে উবের কাপ। উবের কাপে চলতি বছর ভারত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। উবের কাপে চিনকে ৩-২ হারিয়ে সোনা জেতে দক্ষিণ কোরিয়া।