Mohun Bagan Super Giant (Photo Credit: Mohun Bagan SG/ X)

ওড়িশায় শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। ১৬টি দল ট্রফির জন্য লড়াই করছে। জয়ী দল ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ জায়গা করে নেবে। আইএসএল-এর ১২টি দলই প্রতিযোগিতায় সরাসরি প্রবেশের সুযোগ পেলেও ২৪ ডিসেম্বরের পর আই লিগের সেরা তিনটি দলই নিশ্চিত অংশগ্রহণ করবে। দ্বিতীয় স্তরের লিগ থেকে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ক্লাবটি আগামী ৮ জানুয়ারি সিঙ্গল লেগ প্লে-অফে মুখোমুখি হবে। চূড়ান্ত অংশগ্রহণকারী নির্ধারণের জন্য তারা মাঠে নামবে। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ ও এএফসি কাপে খারাপ ফলাফলের পর সম্প্রতি কোচ হুয়ান ফেরান্ডোকে (Juan Ferrando) বরখাস্ত করার পর মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এরপর ক্লাব কর্তারা প্রাক্তন ইন্ডিয়ান সুপার লিগ জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্বাগত জানান। Kalinga Super Cup Live Streaming: জিও সিনেমায় বিনামূল্যে দেখুন কলিঙ্গ সুপার কাপ; জানুন সময় সূচি

আরও স্পষ্ট একটা পরিবর্তন যা সমর্থকরা আশা করতে পারেন, তা হল আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে মোহনবাগান যেভাবে খেলবে। হুয়ান ফেরান্দো যেভাবে দল সাজিয়েছেন, তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে সেটি। ইতিহাস বলছে, স্প্যানিশ কোচের ফুটবলের প্রতি ব্যবহারিক দৃষ্টিভঙ্গী রয়েছে এবং তার কৌশলগুলো খুব নির্দিষ্টভাবে খেলাকে কেন্দ্র করেই চলে। সুপার কাপে পয়েন্ট সংগ্রহই হবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের প্রথম ও প্রধান অগ্রাধিকার। মোহনবাগান সুপার কাপ ট্রফির অন্যতম দাবিদার অবশ্যই।

একনজরে মোহনবাগানের সূচি