Pakistan Football Suspended: পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ফের সাসপেন্ড করল ফিফা (FIFA)। রিপোর্ট বলছে, ঠিক এবং সৎ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (PFF) নিষিদ্ধ করা হয়েছে। পাক ফুটবল ফেডারেশনকে বিশ্বমানের ফুটবল প্রশাসনিক নিয়মের সঙ্গে তাল মিলিয়ে এই সংশোধন করা বাধ্যতামূলক করে ফিফা। তবে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) দেওয়া নিয়ম এখনও বহাল করা হয়নি। যেদিন তারা সেই সব নিয়ম মেনে নেবে সেদিনই তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এখন পিএফএফ এই সংশোধন মানতে নারাজ যার ফলে পাকিস্তানের ফুটবল সংকটে রয়েছে। ফিফা এবং এএফসি পিএফএফকে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত নিয়মের পরিবর্তন করার দিকে জোর দিয়েছেন। তবে পিএফএফ এই প্রস্তাবিত পরিবর্তনগুলি মেনে নিতে অস্বীকার করেছে, যার ফলে ফিফার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। ISL 2024-25 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করল ফিফা
🚨Breaking: FIFA has suspended Pakistan Football Federation, again!
Third suspension since 2017. pic.twitter.com/opSaR7IFjf
— FootballPakistan.com (@FootballPak) February 6, 2025
তবে এবারই প্রথম নয়, এর আগেও নিষিদ্ধ হয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। ২০২১ সালের এপ্রিলে থার্ড পার্টির হস্তক্ষেপের কারণে ফিফা পিএফএফকে নিষিদ্ধ করেছিল। কারণ এটি ফিফার একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এরপর ২০২২ সালের জুনে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সময় ফিফা নিশ্চিত করে যে পিএফএফের নরমালাইজেশন কমিটি তার সদর দফতর এবং ফাইন্যান্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবে। এসব ঘটনা সত্ত্বেও ফেডারেশনের ভেতরের সমস্যা কমেনি। ফিফা যাতে ঠিকভাবে নির্বাচন করা হয় ঠিকভাবে ফেডারেশন চলে তা সংস্কারের পক্ষে পরামর্শ দিয়ে আসছে, কিন্তু পিএফএফ এই বিষয়টি নিয়ে বিরোধিতা করে চলেছে। এখন এই ব্যানের মানে হল পাকিস্তানের জাতীয় দলকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পিএফএফ ফিফার কাছ থেকে কোনও আর্থিক সাহায্য পাবে না।