NorthEast United vs Mumbai City (Photo Credit: Mumbai City FC/ X)

NorthEast United vs Mumbai City, ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ২০২৪-২৫) মরসুমে পরের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মুম্বই সিটি। এই লড়াইয়ে শীর্ষ ছয়ের মধ্যে নিজেদের জায়গা পাকা করতে চাইবে মুম্বই সিটি। আজ ৭ ফেব্রুয়ারি শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। নর্থইস্ট তাদের শেষ পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এবং বাকি সব ম্যাচ ড্র হয়েছে। তাই আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে পারলে হাইল্যান্ডার্সকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মুম্বই সিটির। ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে নর্থইস্ট। এক ম্যাচ হাতে রেখে তাদের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে মুম্বই। ওড়িশা এফসির সঙ্গে হতাশাজনক ড্র করে নর্থইস্ট ইউনাইটেড এই হোম ম্যাচে নামছে। অন্যদিকে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করে মুম্বই সিটি। First Ever ISL Match at Shillong: অবশেষে প্রথমবার আইএসএলের ম্যাচ আয়োজিত হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে

নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি

নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

৭ ফেব্রুয়ারি শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Shillong) আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটির ম্যাচ।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

নর্থইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।