আজ ২২ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৩১ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। আজকের ডাবলহেডারের এটি দ্বিতীয় ম্যাচ। আইপিএলে শুরুটা কঠিন হলেও পরপর তিন ম্যাচে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তাদের বোলিং আক্রমণ মুগ্ধ করেছে, কিন্তু ব্যাটিংয়ে হাল ধরে রেখেছেন তিলক ভার্মা। এই মুহূর্তে পাঁচ ম্যাচে তিনটি জয় এবং দুটি হার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রোহিত বাহিনী। অন্যদিকে, প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের কথা বলতে গেলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিলেও ছয় ম্যাচে তিনটি জয় পেয়েছে তারা। লিয়াম লিভিংস্টোন ফিট ও কিংসের হয়ে খেলতে পারলে তারা চাইবে তাদের ব্যাটিং ইউনিটের বাকিরা যেন একজোট হয়। তিনটি জয় এবং তিনটি হার নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা।
We’re coming home 🏠, aiming to keep the 𝐖𝐖𝐖inning momentum going, and have a special birthday celebration lined up too. 💙#OneFamily #MIvPBKS #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL pic.twitter.com/ZbapStmsAb— Mumbai Indians (@mipaltan) April 22, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
২২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস।
কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।