Rishabh Pant (Photo Credit: RCB/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team 5th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল পঞ্চম টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে। আজকের খেলায় ঋষভ পন্থ দ্বিতীয় সেশনে একাধিক চোট খেয়েও টিকে থাকেন তবে শেষ সেশনে বেশিক্ষণ নয়। স্কট বোল্যান্ডের শিকার হওয়ার সময় পন্থ ৯৮ বলে ৪০ রানে ব্যাট করছিলেন। এর ফলে তাঁর ও জাদেজার মধ্যে ৪৮ রানের জুটি ভেঙে যায়। তাঁদের ১৫১ বলে গড়া ইনিংসই দিনের সবচেয়ে ভালো স্কোর। এরপরের বলেই নীতীশ কুমার রেড্ডিকে গোল্ডেন ডাকে আউট করে ভারতকে কাঁপিয়ে দেন বোল্যান্ড। দ্বিতীয় সেশনের শেষে ভারতের স্কোর ছিল ৫০ ওভারে ১০৭/৪৷ সেখান থেকে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ভারত, যেখানে বুমরাহ ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৭ রানে ২২ রান করেন। IND vs AUS 5th Test Day 1 Live Scorecard: সিডনি টেস্টে ওপেনিংয়ে ব্যর্থ শুভমন-যশস্বী, ভারতের স্কোর-৫৭/৩

ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের প্রথম দিনের স্কোরকার্ড

এরপর রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে বুমরাহ আউট করেন। স্লিপে থাকা ক্যাচ নেন কেএল রাহুল। এর আগে পঞ্চম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বিরাট কোহলি ৬৯ বল খেলেন। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্কট বোল্যান্ডের বলে থার্ড স্লিপে ক্যাচ দেন মাত্র ১৭ রানে। এই একই ভাবে তিনি পুরো সিরিজ জুড়েই আউট হয়েছেন। এছাড়া শুভমনও ২০ রান করে নাথান লায়নের বলে আউট হয়ে যান। এর আগে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের টপ অর্ডারে ভালো শুরু করার চেষ্টা করলেও সেটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম দিনের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের কাছে সফট ডিসমিসালের শিকার হন রাহুল। নিজের প্রথম ওভারে জয়সওয়ালকে স্কট বোল্যান্ড ফেরত পাঠান এবং এর পরেই তিনি পরের বলেই বিরাট কোহলিকে প্রায় আউট করে দেন। সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুমরাহ।