Kwena Maphaka (Photo Credit: Proteas Men/ X)

SA vs PAK 2nd Test Toss Update and Playing XI: শুক্রবার নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে এই বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে, তবে দীর্ঘতম ফর্ম্যাটে তাদের গতি বজায় রাখতে চাইবে। ঊরুর চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি। সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম টেস্ট ২ উইকেটে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ডি জর্জি অবশ্য দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪ রান করতে পেরেছিলেন। ডেন প্যাটারসনের পরিবর্তে টেস্ট অভিষেক হতে যাচ্ছে তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকার (Kwena Maphaka)। মাফাকা (১৮ বছর ২৭০ দিন) হবেন দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড়। এছাড়া পাকিস্তান দলে নাসিম শাহের বদলে এসেছেন মির হামজা। SA vs PAK 2nd Test Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় কোয়েনা মাফাকা

টসঃ টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার একাদশঃ এইডেন মার্করাম, ওয়িয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরিন (উইকেটরক্ষক)-মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মাফাকা।

পাকিস্তানের একাদশঃ শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আমির জামাল, মির হামজা, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।