Durbar Rajshahi vs Chittagong Kings (Photo Credit: Bangladesh Cricket/ X)

Durbar Rajshahi vs Chittagong Kings, BPL 2025:  আজ ৩ জানুয়ারি বাংলাদেশ টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ নম্বর ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দরবার রাজশাহী ও চিটাগং কিংস। দুই ম্যাচের একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দরবার রাজশাহী। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স দেখিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে তারা। তাদের লক্ষ্য থাকবে এই মোমেন্টাম ধরে রাখা এবং ব্যাক-টু-ব্যাক জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা। অন্যদিকে চট্টগ্রাম কিংস মরসুমে হতাশাজনক শুরু করেছে। তাদের এক মাত্র ম্যাচেই তারা হেরে গিয়েছে। ফলে তারা বর্তমানে টেবিলের তলানিতে রয়েছে। আজকের ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। Taskin Ahmed 7 Wickets Haul: বিপিএলে ৭ উইকেট নিয়ে রেকর্ড ভাঙলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের

দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস

চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ নাঈম ইসলাম, পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলী, শামিম হোসেন, টম ও কনেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, মার্শাল আইয়ুব, মঈন আলী, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রাহাতুল ফেরদৌস, মারুফ মৃধা, গ্রাহাম ক্লার্ক, পারভেজ রহমান জীবন

দরবার রাজশাহী স্কোয়াডঃ মোহাম্মদ হারিস, জিশান আলম, আনামুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), সাব্বির হোসেন, হাসান মুরাদ, মহোর শেখ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, এস এম মেহরোব, লাহিরু সমারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাদ নাসিম, সানজামুল ইসলাম, বিলাল খান, মীজানুর রহমান, জাহিদুজ্জমান, আরাফাত মিনহাস, আসাদুজ্জমান পায়েল।

দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংসের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

৩ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

দরবার রাজশাহী বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।