দিল্লি, ৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করায় এবার নিন্দার মুখে পড়তে হল দিলজিৎ দোসাঞ্জকে। কৃষকদের সঙ্গে সাক্ষাৎ না করে দিলজিৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। টাইমস অফ ইন্ডিয়ার নেওয়া সাক্ষাৎকারে এক কৃষক নেতা বলেন, দিলজিৎ যদি সত্যিই কৃষকদের কথা ভাবেন, তাহলে যেন তিনি শম্ভু সীমান্তে হাজির হন। কৃষকদের প্রতিবাদ, বিক্ষোভে দিলজিৎ রয়েছেন, এটা প্রমাণ করতে হলে গায়ককে শম্ভু সীমান্তে যেতে হবে বলে মন্তব্য করেন ওই কৃষক নেতা। দিলিজৎ যদি সত্যিই কৃষকদের সমব্যাথী হন, তাহলে তিনি শম্ভু সীমান্তে যান বলে মন্তব্য করেন ওই ব্যক্তি।
প্রসঙ্গত ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় দিলজিৎ মুখ খোলেন। কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় বসুন, কথা বলুন বলে মন্তব্য করেন দিলজিৎ। ফলে এবার যখন কষকরা ফের বিক্ষোভ করছেন, সেই সময় পাঞ্জাবী গায়ক কেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শম্ভু সীমান্তে না গিয়ে, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
দেখুন প্রধানমন্ত্রীর সঙ্গে দিলজিৎ-এর সাক্ষাতের অংশ...
View this post on Instagram