The wife of accused Trump hotel truck bomber Matthew Livelsberger broke up with him last week. (Photo Credits: X)

নববর্ষের রাতে লস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-র আন্তর্জাতিক পাঁচতারা হোটেলের সামনে বিস্ফোরণে একজনের মৃত্যু, সাত জন গুরুতর জখম হন। নিউ ওরলিয়ন্সে যখন নববর্ষের জমায়েতে হামলায় হত্যালীলা চলছে, তখনই মার্কিন মুলুকের অন্যপ্রান্তে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দিতে টেসলার অত্যাধুনিক সাইবারট্রাকে বিস্ফোরণ হয়। তদন্তে জানা যায় এটি সাইবার ট্রাকটির চালকের আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের আগেই আত্মহত্যা করে সেই চালক, তারপর স্বয়ংক্রিয় বোমায় ধ্বংস হয়ে যায় গাড়িটি। মৃত চালকের নাম ম্যাথু লিভেলসবার্গার।

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের তদন্তে উঠে আসছে নানা চাঞ্চল্যকর দিক। তাদের মধ্যে একটি হল, যে ব্যক্তি চালক হয়ে বিস্ফোরণ ঘটনা ঘটায় ও মারা যায়, সেই  ম্যাথু লিভেসবার্গার তার স্ত্রী সপ্তাহখানেক আগে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যান। সেই রাগে ট্রাম্পকে উড়িয়ে দেওয়ার ছক আরও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সেই চালক। তার ডিভোর্সের কারণ ছিল, ম্য়াথু বিবাহ বহির্ভুত সম্পর্কে নিয়মিত যৌনতায় জড়িতে ছিল সেটা জানতে পেরে যায় তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে তুমুল ঝগড়ার পর বলেছিল

দেখুন খবরটি

দেখুন বিস্ফোরণের ভিডিয়ো

তা না হলে ম্যাথুর ছক ছিল, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথে সেই এই কাজ করবে।