নববর্ষের রাতে লস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-র আন্তর্জাতিক পাঁচতারা হোটেলের সামনে বিস্ফোরণে একজনের মৃত্যু, সাত জন গুরুতর জখম হন। নিউ ওরলিয়ন্সে যখন নববর্ষের জমায়েতে হামলায় হত্যালীলা চলছে, তখনই মার্কিন মুলুকের অন্যপ্রান্তে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দিতে টেসলার অত্যাধুনিক সাইবারট্রাকে বিস্ফোরণ হয়। তদন্তে জানা যায় এটি সাইবার ট্রাকটির চালকের আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের আগেই আত্মহত্যা করে সেই চালক, তারপর স্বয়ংক্রিয় বোমায় ধ্বংস হয়ে যায় গাড়িটি। মৃত চালকের নাম ম্যাথু লিভেলসবার্গার।
লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের তদন্তে উঠে আসছে নানা চাঞ্চল্যকর দিক। তাদের মধ্যে একটি হল, যে ব্যক্তি চালক হয়ে বিস্ফোরণ ঘটনা ঘটায় ও মারা যায়, সেই ম্যাথু লিভেসবার্গার তার স্ত্রী সপ্তাহখানেক আগে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যান। সেই রাগে ট্রাম্পকে উড়িয়ে দেওয়ার ছক আরও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সেই চালক। তার ডিভোর্সের কারণ ছিল, ম্য়াথু বিবাহ বহির্ভুত সম্পর্কে নিয়মিত যৌনতায় জড়িতে ছিল সেটা জানতে পেরে যায় তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে তুমুল ঝগড়ার পর বলেছিল
দেখুন খবরটি
NEW: The wife of accused Trump hotel truck bomber Matthew Livelsberger broke up with him last week, according to ‘law enforcement sources.’
Livelsberger was married at least twice according to new information.
A friend of Livelsberger’s ex-wife from his other marriage is also… pic.twitter.com/7C18wQzluz
— Collin Rugg (@CollinRugg) January 3, 2025
দেখুন বিস্ফোরণের ভিডিয়ো
BREAKING: The Cybertruck, which was bombed by terrorists, will soon be back on the road.
The battery pack didn’t catch fire. Elon Musk has confirmed that once they get the truck back to Tesla, they’ll buff out the scratches and get it back on the road. pic.twitter.com/h9HIvxZJfY
— DogeDesigner (@cb_doge) January 2, 2025
তা না হলে ম্যাথুর ছক ছিল, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথে সেই এই কাজ করবে।