ICC World Test Championship Photo Credit: Twitter

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল (ICC World Test Championship Final 2025) আয়োজিত হবে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ৯টি দেশকে নিয়ে চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫। পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুটি দেশকে নিয়ে হবে ২০২৫ সালের জুনে হবে ফাইনাল। তা আগেই জানানো হয়েছিল। এবার আইসিসি জানিয়ে দিল, আগামী বছর ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ক্রিকেটের মক্কা লর্ডসে। আগের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডের সাউদাম্পটন ও ওভালে।

প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে হেরেছিল টিম ইন্ডিয়া। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় নিউ জিল্যান্ড আর দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ফাইনালে টিম ইন্ডিয়াকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্যাট কামিন্সের দল। আরও পড়ুন-রাওয়ালপিন্ডিতে জোড়া জয়ে ইতিহাস নাজমুলদের, পাকিস্তানকে পাকিস্তানে হোয়াইটওয়াশ করে ২-০ সিরিজ জয় বাংলাদেশের

এবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। লড়াইয়ে থাকবে নিউ জিল্যান্ডও। এখন পয়েন্ট তালিকায় প্রথম তিনটি দেশ হল ভারত (৬৮.৫২), অস্ট্রেলিয়া (৬২.৫০) ও নিউ জিল্যান্ড (৫০)। পাকিস্তানে টানা দুটো টেস্টে জিতে প্রথম চারে ঢুকে পড়েছে বাংলাদেশ (৪৫.৮৩)। বাংলাদেশের পিছনে আছে ইংল্যান্ড (৪৫.০০) ও দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯)।