PAK with Champions Trophy (Photo Credit: @iMSIDPAK/ X)

ICC Champions Trophy Prize Money: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ৫৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে মোট প্রাইজের পরিমাণ বেড়ে হয়েছে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি টাকা)। বিজয়ীদের ঝুলিতে ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকার কাছাকাছি প্রাইজ আসবে। রানার্সআপ দল পাবে প্রায় অর্ধেক টাকা। তাদের প্রাইজ হবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯.৭২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত প্রত্যেকে পাবে ৫৬০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৪.৮৬ কোটি টাকা)। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য জয়ী দল পাবে ৩৪,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা)। এছাড়া পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকা দলগুলি পাবে ৩,৫০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩ কোটি টাকা), সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে ১,৪০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.২ কোটি টাকা)। Champions Trophy Warm-Up Matches: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারত, অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ; একনজরে প্রস্তুতি ম্যাচের সূচি

এছাড়াও, আটটি দলই এই ইভেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১,২৫,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.০৮ কোটি টাকা)। ২০২৫ সংস্করণে আটটি দল চারটি করে দুটি গ্রুপে বিভক্ত হয়েছে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি সেমিফাইনাল খেলবে। কোভিডের আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতি চার বছর পর পর পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হত এবং এরপর সেটি বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, টুর্নামেন্টটি প্রথম ১৯৯৮ সালে দ্বিবার্ষিক ইভেন্ট হিসাবে চালু হয়েছিল। এছাড়া ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তান সফর সংক্রান্ত নিরাপত্তা শঙ্কায় ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। পাকিস্তান পর্বের খেলাগুলো হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।