Handcuffs (Photo Credit: IANS)

মুম্বই, ২০ মার্চ: এবার ২ বন্ধুর সাহায্য নিয়ে স্বামীকে (Husband) খুন করল স্ত্রী (Wife)। ১৯  মার্চ মুম্বইয়ের (Mumbai) গোরেগাঁওতে এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। যেখানে বন্ধুদের সাহায্য নিয়ে স্বামীকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ, ওই মহিলার যে প্রেমিক সে আরও ২ বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকার স্বামীকে খুন করে। খুনের পর ওই মহিলার প্রেমিক তার এক বন্ধুর সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই পুলিশ অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করে।

ঘটনার পরপরই দিনদোষী থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, গোরেগাঁওয়ের বঞ্জারি পাড়ায় বসবাসকারী রঞ্জু চৌহান তাঁর স্বামী চন্দ্রশেখর চৌহানকে খুনের পরিকল্পনা করে। প্রেমিকের সঙ্গে মিলে স্বামী চন্দ্রশেখরকে খুনের পরিকল্পনা করে। স্বামীকে খুনের পর রঞ্জু প্রেমিককে বিয়ে করবে বলেই ওই পরিকল্পনা সাজায়।

ওই ঘটনায় পুলিশ রঞ্জু চৌহানের প্রেমিককে যেমন গ্রেফতার করে, তেমনি মইনুদ্দিন লতিফ নামে বছর ২০-র আরও এক যুবককে গ্রেফতার করে। বাকি দুজনের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: Merchant Navy Officer's Killer Beaten Video: নেভি অফিসারের খুনিদের বেধড়ক মারধর, সৌরভের খুনি স্ত্রীর প্রেমিককে অর্ধনগ্ন করে দিলেন আইনজীবীরা, দেখুন

বিভিন্ন ছবির সেটে কাজ করা চন্দ্রশেখর চৌহানকে তাঁর বাড়িতে সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি চন্দ্রশেখর চৌহানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ প্রথমে ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। পরে দিনদোষী থানার পুলিশ রঞ্জু চৌহানের কল লিস্ট খতিয়ে দেখলে, অনেক প্রমাণ সামনে আসে। যেখানে রঞ্জু তার স্বামীর সঙ্গে প্রতারণা করেছে বলে জানতে পারে পুলিশ।

কীভাবে রঞ্জু চৌহান তার স্বামীকে খুন করে, সে বিষয়ে পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে।