Anurag Thakur on IND vs PAK: এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এ ভারত তার আগামী ম্যাচে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। কিন্তু ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) এই ম্যাচ নিয়ে চলছে অনেক বিতর্ক। কারণ ভারতীয় সমর্থকরা পাকিস্তানের বিরুদ্ধে কোনো ক্রিকেট হোক সেটা চাই না। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর অপারেশন সিন্দুরের পর কেন এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছে এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। ভারতীয় জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে, বড় বড় ক্রিকেট পেজ ম্যাচ বয়কটের ঘোষণা করে বাকিদেরও এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে। এইসময় ভারত ও পাকিস্তানের ম্যাচের ঠিক এক দিন আগে বিজেপি (BJP) সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) কেন এই ম্যাচ হচ্ছে তার আসল কারণ জানালেন। Asia Cup 2025, Ind Vs Pak: পাকিস্তান বনাম ভারত ম্যাচের টিকিট বিক্রি হল কম, দাম কমানো হল এশিয়া কাপের
ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলার আসল কারণ জানালেন অনুরাগ ঠাকুর
#WATCH | Pune, Maharashtra: On the upcoming India vs Pakistan match in the Asia Cup 2025, BJP MP Anurag Thakur says, "When multinational tournaments are organised by ACC or ICC, it becomes a compulsion, a necessity for nations to participate. If they don't do that, they will be… pic.twitter.com/ybP4n9nCaJ
— ANI (@ANI) September 13, 2025
অনুরাগ ঠাকুর বলেন, 'যখন ACC বা ICC কোনও বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজন করে, তখন এতে অংশগ্রহণ করা দেশের জন্য একটি বাধ্যবাধকতা এবং আবশ্যক হয়ে দাঁড়ায়। যদি তারা এটি না করে, তবে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে, তাদের ম্যাচ ছাড়তে হবে এবং অন্য দল পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু ভারত পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক টুর্নামেন্ট খেলে না। আমরা বছরের পর বছর ধরে সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পাকিস্তান ভারত আক্রান্তের সন্ত্রাসী হামলা বন্ধ না করে, ততক্ষণ ভারত পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক টুর্নামেন্ট খেলবে না।' এই কারণ আগেও বিসিসিআইয়ের তরফ থেকে নানা সুত্রে জানানো হলেও, এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান টি২০ ম্যাচ বন্ধ করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়। তবে সুপ্রিম কোর্ট ঐ আবেদন শুনতে অস্বীকার করে। বিচারপতি মাহেশ্বরীর সভাপতিত্বে বেঞ্চ এই দাবি খারিজ করে দেয়।