মার্কিন নাগরিকরা যাতে লেবাননে না যান, সে বিষয়ে জারি করল আমেরিকা। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে জেরে ক্রমশ বাড়ছে লেবাননে। ইরানের মদতপুষ্ট লেবাননের হেজবুল্লা জঙ্গিরা সীমান্তের ওপার থেকে ক্রমাগত ইজরায়েলের উপর হামলা শুরু করেছে। রকেট, মর্টার ছোঁড়া হচ্ছে। ফলে হেজবুল্লা জঙ্গিদের রোধ করতে ইজরায়েলকে পালটা হামলা চালাতে হচ্ছে লেবাননের বেশ কিছু জায়গায়। ফলে উত্তাপ ক্রমশ ছড়াচ্ছে লেবাননে। এই দেশের বেশ কিছু জায়গা যখন রণক্ষেত্র, তখন লেবাননে কেউ যাবেন না বলে সতর্কতা জারি করে আমেরিকা। খুব প্রয়োজন না হলে কেউ লেবাননে এই মুহূর্তে যাবেন না বলে জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। পাশাপাশি যে আমেরিকার নাগরিকরা লেবাননে রয়েছেন, তাঁরা বেরুইটে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। যে কোনও সমস্যায় পড়লে, মার্কিন দূতাবাস সে দেশের নাগরিকদের সেখান থেকে অন্যত্র সরাবেন বলেও জানানো হয়।
আরও পড়ুন: Israel-Hamas War: যুদ্ধের জল মাপতে ইজরায়েলে বাইডেন, কড়া নিরাপত্তার মোড়কে তেল আভিভ
BREAKING: The US has issued a travel warning for Lebanon
The State Department has raised the Travel Advisory for Lebanon to Level 4 – Do Not Travel due to the unpredictable security situation related to rocket, missile, and artillery exchanges between Israel and Hizballah or… pic.twitter.com/yNkHQCvJjQ
— Mario Nawfal (@MarioNawfal) October 18, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)