আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক না কেন, হামাসের (Hamas) সঙ্গে যুদ্ধ বন্ধ হবে না। ফের স্পষ্ট জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ হবে বলে যাঁরা ভাবছেন, তাঁরা বাস্তবের সঙ্গে পরিচিত নন। অর্থাৎ হামাসের সঙ্গে কোনওভাবে যুদ্ধ বন্ধ হবে না সাফ জানিয়ে দেওয়া হয় ইজরায়েলের তরফে। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভোটগ্রহণ হয় ইজরায়েল, হামাসের যুদ্ধ বিরতির প্রক্ষিতে। যেখানে ১৫৩টি দেশের তরফে যুদ্ধ বিরতির পক্ষে ভোট দেওয়া হয়। যে তালিকায় ছিল ভারতও। তবে আন্তর্জাতিক প্রভাব যতই বাড়ুক না কেন, যুদ্ধ বিরতি এই মুহূর্তে সম্ভব নয় বলে জানা নেতানিয়াহু। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্রায় ১৪০০ মানুষকে হত্যা করা হয়। এরপরই হামাস নিধনে গাজায় ক্রমাগত হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়ে গাজা।

আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় যুদ্ধ বিরতির জন্য এবার ইজরায়েলকে চাপ আমেরিকার

দেখুন নেতানিয়াহু কী জানালেন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)