এবার নয়া ভূমিকায় দেখা যাবে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। বড় পর্দায় অভিনয় করবেন কুণাল। পরিচালনায় অরিন্দম শীল (Arindam Sil)। যে ছবির নামও নির্ধারণ সম্পন্ন। অরিন্দম শীলের নয়া সিনেমার নাম 'কর্পূর'। আর সেখানেই অভিনয় করতে দেখা যাবে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে। কুণাল নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে একটি ছবি পোস্ট করেন। যেখানে অরিন্দম শীল, ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে দেখা যায় কুণাল ঘোষকে। অভিনেতা হিসেবে এবার তাঁর নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। নয়া ছবির জন্য অরিন্দম শীল যে চিত্রনাট্য তৈরি করেছেন, তা 'ফাটাফাটি' বলেও জানান কুণাল ঘোষ। প্রসঙ্গত কুণাল ঘোষকে সব সময় সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে বলতে যেমন তাঁকে দেখা যায়,তেমনি একাধিক সামাজিক ইস্যু নিয়ে আলোচনাও করেন কুণাল ঘোষ। ফলে সামাজিক মাধ্যমে তাঁর অবাধ যাতায়াত। এবার সেই সামাজিক মাধ্যমেই কুণাল ঘোষ জানান, অভিনয়ে তাঁর হাতেখড়ি হতে চলেছে।
এবার অভিনেতার ভূমিকায় দেখা মিলবে কুণাল ঘোষের...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)