প্রয়াত অভিনেতা হরিশ রাই (Harish Rai)। কেজিএফ-খ্যাত () অভিনেতা হরিশ রাইয়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী সিনেমা জগতে। ৫৫ বছরে প্রয়াত হন হরিশ রাই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত পরাস্ত হন হরিশ রাই।
জনপ্রিয় অভিনেতা যশের সঙ্গে কেজিএফে অভিনয় করেন হরিশ রাই। ওম নামে তাঁকে ওই ছবিতে দেখা যায়।
বেঙ্গালুরুর কিদওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউটের অঙ্কোলজি বিভাগে চিকিৎসা চলছিল হরিশ রাইয়ের। তবে শেষ পর্যন্ত আর ক্যানসারের সঙ্গে জিততে পারলেন না হরিশ রাই। চলে গেলেন তিনি।
মৃৃত্যুর আগে ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খোলেন হরিশ রাই। তিনি বলেন, তাঁর প্রত্যেকটি ইনজেকশনের দাম ৩.৫৫ লক্ষ টাকা করে। ৬৫ দিনের মাথায় এক একটি ইনজেকশন নিতে হচ্ছে তাঁকে। অর্থাৎ বছরে খরচ ১০.৫ লক্ষ শুধুমাত্র ইনজেনকশনের জন্য। তাঁকে এমন ২০টি ইনজেনকশন নিতে হবে। যার খরচ ৭০ টাকা টাকা বলেও শেষ সংবাদমাধ্যমের সামনে এসে জানান হরিশ রাই।
হরিশ রাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার...
ಕನ್ನಡದ ಚಿತ್ರರಂಗದ ಖ್ಯಾತ ಖಳನಟರಾದ ಹರೀಶ್ ರಾಯ್ ಅವರು ನಿಧನರಾಗಿರುವುದು ಅತ್ಯಂತ ದುಃಖಕರ ಸಂಗತಿಯಾಗಿದೆ. ಕ್ಯಾನ್ಸರ್ನಿಂದ ಬಳಲುತ್ತಿದ್ದ ಹರೀಶ್ ರಾಯ್ ಅವರ ನಿಧನದಿಂದ ಚಿತ್ರರಂಗ ಬಡವಾಗಿದೆ.
ಓಂ, ಹಲೋಯಮ ಸೇರಿದಂತೆ ಕೆಜಿಎಫ್ ಮತ್ತು ಕೆಜಿಎಫ್ 2 ಸಿನಿಮಾಗಳಲ್ಲಿ ಹರೀಶ್ ರಾಯ್ ಅವರು ಅದ್ಭುತವಾಗಿ ನಟಿಸಿ ಎಲ್ಲರ ಗಮನಸೆಳೆದಿದ್ದರು. ಹರೀಶ್… pic.twitter.com/Q86Ot36Nub
— DK Shivakumar (@DKShivakumar) November 6, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)