আর দিন দশ-পনেরো পর থেকেই শুরু হবে আমন ধান কাটা। কিন্তু ধান কাটার পরে জমিতে পড়ে থাকা গাছের অবশিষ্ট অংশ (নাড়া) যাতে না পোড়ানো হয়, সে জন্য প্রচার শুরু হয়েছে দেশ জুড়ে। আর ওই খড় বা ন্যাড়া পোড়ানো থেকে দূষণ রোধ করতে  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক খড় পোড়ানোর বিরুদ্ধে  শাস্তির পরিমান দ্বিগুণ করেছে। কেন্দ্র সরকার গতকাল জাতীয় রাজধানী অঞ্চল (NCR) এবং পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুর গুণমান ব্যবস্থাপনার জন্য কমিশন (খড় পোড়ানোর জন্য পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ, সংগ্রহ এবং ব্যবহার) সংশোধনী বিধিমালা, ২০২৪-এর অধীনে নতুন নিয়মগুলি সম্বন্ধে জানাতে বিজ্ঞপ্তি জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই একরের কম জমির মালিকদের এখন পাঁচ হাজার টাকা দিতে হবে যা আগে ছিল দুই হাজার পাঁচশ টাকা। দুই থেকে পাঁচ একর জমির মালিক কৃষকদের প্রতি পোড়ানোর ঘটনা প্রতি দশ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। যেসব কৃষক পাঁচ একরের বেশি জমি রাখেন তাদের পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হয় ত্রিশ হাজার টাকা। আগে দুই থেকে পাঁচ একর জমির জন্য পাঁচ হাজার এবং পাঁচ একরের বেশি নাড়া পোড়ানোর জন্য ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)