সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। আর এর মধ্যে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করল রাজ্যের ৬০ হাজার সহ শিক্ষক। শনিবার রাঁচিতে তাঁর বাসভবনের সামনে বেতন বৃদ্ধির দাবিতে জমায়েত করেন শিক্ষক। বেতন বৃদ্ধির দাবির পাশাপাশি প্রবিধান নিয়েও বিক্ষোভ দেখায় তাঁরা। তবে এই জমায়েতকে ছত্রভঙ্গ করতে আসরে নামে পুলিশ প্রশাসন। আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। দুই পক্ষের ধস্তাধস্তিতে কার্যত খণ্ডযুদ্ধ, ছোড়া হয় টিয়ার গ্যাসের সেল এবং লাঠিচার্জও করা হয়। বেশ কয়েকঘন্টা ঝামেলার পরেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। তবে এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে নিয়ে কড়া সমালোচনা শুরু করেছে বিরোধীরা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)