আরজি কর-কাণ্ডের (RG Kar) পর থেকে গোটা রাজ্যের পাশাপাশি দেশও উত্তাল। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামতে শুরু করেছেন জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ। আরজি কর-কাণ্ডের পর IMA -র তরফে একটি গবেষণা করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে যে গবেষণা করা হয়, সেখানে দেখা যায়, রাতের শিফটে যে মহিলা চিকিৎসকরা (Doctor) থাকেন, তাঁরা নিজেদের নিরাপদ ভাবেন না। নিজেদের অসম্ভবভাবে অসুরক্ষিত বলে মনে করেন ওই চিকিৎসকরা। ফলে রাতের শিফটে যাতে জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার জন্য অস্ত্র বহন করতে পারেন, তেমন চিন্তাভাবনাও শুরু করেন। রাতের শিফটে এক তৃতীয়াংশ মহিলা চিকিৎসক নিজেদের নিরাপদ বলে মনে করেন না বলে আইএমএর ওই গবেষণায় উঠে আসে।
আইএমএ-র তরফে যে গবেষণা প্রকাশ পায়, দেখুন তাতে কী লেখা ছিল...
An IMA study has revealed that one-third of its respondent doctors, the majority of them being women, felt "unsafe" or "very unsafe" during their night shifts, so much so that some even felt the need to start carrying weapons for self-defence
Read Here: https://t.co/ay6t21HTDd pic.twitter.com/RdaYeTi5sn
— NDTV (@ndtv) August 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)