নয়াদিল্লিঃ রবি সকালে মুম্বইয়ের(Mumbai) থানে (Thane)থেকে গ্রেফতার অভিনেতা সইফ আলি খানের(Saif Ali Khan)হামলাকারী। অপরাধের কথা নিজের মুখে স্বীকার করে অভিযুক্ত, এমনটাই মুম্বই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ আলিয়ান। থানের একটি বারে কাজ করত সে। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রথমে বিজয় দাস বলে নিজের পরিচয় দেয় সে। এদিন থানের কাসারভাদালি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে মুম্বইয়ের খাড় থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার পিছনে কী কারণ লুকিয়ে তা খুঁজে বের করা চেষ্টা করা হচ্ছে।

পুলিশের জালে সইফ আলি খানের হামলাকারী

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই হামলার শিকার হন অভিনেতা সইফ আলি খান। গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শরীরে মোট ছয়টি ছুরির আঘাত ছিল অভিনেতার। পর পর দু'টি অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। অন্যদিকে অভিনেতার উপর হামলার দু’দিন পর মধ্যপ্রদেশ থেকে আটক করা হয় দুই সন্দেহভাজনকে।  শনিবার সকালে মধ্যপ্রদেশ পুলিশের সহায়তায় এক যুবককে আটক করে মুম্বই পুলিশ। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে আরও এক যুবককে আটক করা হয়। সইফ আলি খানের বিলাসবহুল আবাসনে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তদন্তকারীদের ৩০ টি দল সন্দেহভাজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অভিযানে নামে বলে খবর।

অবশেষে মুম্বই থেকে গ্রেফতার সইফ আলি খানের হামলাকারী

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)