ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media )ভাইরাল(Viral) হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে ট্র্যাকে পড়ে গেলেন এক ব্যক্তি। অবাক করা কাণ্ড হল, চলন্ত ট্রেনের ফাঁকে পড়ে গিয়েও এক ফোঁটা আঘাত পাননি তিনি। পরে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের সমষ্টিপুর রেল স্টেশনে।

বিহারের ভাইরাল দুর্ঘটনা

এদিন নির্ধারিত সময়ে সমষ্টিপুর স্টেশনে এসে দাঁড়ায় বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আর ট্রেন ধীরে-ধীরে গতি নিয়ে চলতে শুরু করতেই ঠেলাঠেলিতে পড়ে যান ওই ব্যক্তি। তবে প্ল্যাটফর্মে নয়, ট্রেন এবং রেলওয়েট্র্যাকের মাঝে পড়ে যান ওই ব্যক্তি। ট্রেন সরে গেলে দেখা যায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেললাইনের একপাশে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। এরপর সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। এই গোটা মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে মিরাকেল বলছেন নেটিজেনদের একাংশ।

বিহারে ঘটে গেল অবাক করা ঘটনা

Watch: Man Escapes Unhurt After Train Passes Over Him At Bihar Station https://t.co/cUAphnwT5d pic.twitter.com/5DmcCLKtGJ