নয়াদিল্লিঃ বর্তমানে কুয়ের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)নরেন্দ্র মোদী(Narendra Modi)। শনিবার কুয়েতে পৌঁছেছেন তিনি। কুয়েতের আমির শেখ মশহাল অল-আহমেদ অল-জাবের অল-সাবাহর আমন্ত্রণে সেদেশে গিয়েছেন মোদী। ৪৩ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম গল্ফ দেশে সফরে গেলেন। শেষ ১৯৮১ সালে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। কুয়েতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কুয়েতের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সৌদ অল-সাবাহ।
কুয়েত এবং ভারতের মেলবন্ধনের স্বাক্ষী মোদী
পাশাপাশি মহাকাব্য 'মহাভারত' ও 'রামায়ণ' আরবি ভাষায় অনুবাদকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দুই মহাকাব্যের আরবি ভাষায় অনুবাদের কপিতে সইও করেন নমো। পরে এক্স হ্যান্ডেলে ছবি-সহ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি। আমি আবদুল্লা অল-বারৌন ও আবদুল লতিফ অল-নেসেফের এর অনুবাদ ও প্রকাশ করার প্রচেষ্টার প্রশংসা করি। তাঁদের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তা তুলে ধরে।" পাশাপাশি কুয়েত সফরে সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। বিদেশের মাটিতে প্রবাসী ভারতীয়দের পেয়ে আপ্লুত মোদী। বলে ওঠেন,"আমার সামনে মিনি হিন্দুস্তান।"
কুয়েতের মাটিতে যা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী
PM Modi in Kuwait: India, Kuwait Poised To Transform Relationship Into Strategic Partnership, Says Prime Minister Narendra Modihttps://t.co/81j5DbqNm3#PMModiInKuwait #Kuwait #NarendraModi @narendramodi @PMOIndia
— LatestLY (@latestly) December 22, 2024