Women U19 Asia Cup 2024: অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ ২০২৪-এর উদ্বোধনী সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে গঙ্গাদি তৃষার (Gongadi Trisha) হাফসেঞ্চুরির সঙ্গে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের কারিগর তৃষা কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারাতে ভারতকে বেশ সাহায্য করেন। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সাত উইকেটে মাত্র ১১৭ রান তুলতে পারে। তৃষা ছাড়া ব্যাটসম্যানদের কেউই বড় স্কোর করতে পারেননি। ব্যাটিং উদ্বোধন করতে নেমে তৃষা ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন। অধিনায়ক নিকি প্রসাদ দুই অঙ্কে পৌঁছলেও সেটি থেকে বড় স্কোর করতে পারেননি। ১২ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে ইনিংসে কিছুটা মোমেন্টাম দেন মিথিলা বিনোদ। IND W vs WI W 1st ODI Live Streaming: ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম ওয়ানডে; সরাসরি দেখবেন যেখানে
ভারতের জয়ের কারিগর গঙ্গাদি তৃষা
For leading from the front and playing a vital innings of 52(47), Gongadi Trisha is awarded the Player of the Match 🏆
She is also the Player of the Series 👏
Scoreboard ▶️ https://t.co/uREtAlBiiq#TeamIndia | #ACC | #ACCWomensU19AsiaCup | #Final pic.twitter.com/zTVucqiPMF
— BCCI Women (@BCCIWomen) December 22, 2024
বাংলাদেশের হয়ে ফাস্ট বোলার ফারজানা ইসমিন ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন। ফর্মে থাকা নিশিতা আখতার নিশি দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে মোসাম্মৎ ইভা ও সুমাইয়া আখতার সিঙ্গেল ডিজিটের বেশি যেতে না পারায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার ফাহমিদা চোয়া ১৮ ও জুয়ারিয়া ফেরদৌস ২২ রান করেন। সোনম যাদবের উইকেটে অধিনায়ক সুমাইয়া আখতার আউট হলে হোঁচট খায় বাংলাদেশ। এরপর দুটি করে উইকেট নেন সোনম ও পরিণিকা সিসোদিয়া। ভারতের হয়ে ফের বোলার হন আয়ুষী শুক্লা। শীর্ষ উইকেট শিকারি হিসেবে টুর্নামেন্ট শেষ করা শুক্লা ৩.৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশি ব্যাটিংকে কাঁপিয়ে ৭৬ রানে অলআউট করে দেন।
অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
#UPDATE | India clinches the 2024 U-19 Women’s Asia Cup title, defeating Bangladesh by 41 runs.
Gongadi Trisha scores 52, while India’s bowlers secure victory with key wickets.
Find the complete story on #PBSHABD. Free to sign up and use for media organizations on…
— PB-SHABD (@PBSHABD) December 22, 2024