চেন্নাই, ১১ ডিসেম্বর: মাত্র ১৪-তেই শেষ হয়ে গেল জীবন। স্কুলে ক্লাসের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৪ বছরের কিশোরী। শুনতে অবাক লাগলেও, এবার এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল তামিলানাড়ুর (Tamil Nadu) একটি বেসরকারি স্কুলে (School)। যেখানে শিক্ষিকা যখন পড়াচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে পাশের বন্ধুর গায়ে মাথা রেখে গড়িয়ে পড়ে এক ছাত্রী। পাশের ছাত্রী প্রথমে বুঝতে পারেনি। মজা ভেবে বন্ধুকে ঠেলে দেয়। তবে ঠেলে দিলেও বন্ধুর যখন কোনও সাড়া মেলেনি, সেই সময় ওই কিশোরী শিক্ষিকাকে ডাকেন। শিক্ষিকা ছুটে গিয়ে ওই ছাত্রীকে টেনে তোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...
#TamilNadu: A 14-year-old student, Esha Advitha, from Sunbeam private school in Ranipet district, tragically collapsed in her classroom and was rushed to a private hospital, where she was declared dead.
Preliminary investigations revealed a pre-existing heart condition as the… pic.twitter.com/qOYneA6tpr
— South First (@TheSouthfirst) December 10, 2024
জানা যায়, আগে থেকেই ওই কিশোরীর হৃদরোগ (Heart Attack) ছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই ক্লাসের মধ্যে মৃত্যু হয় বছর ১৪-র কিশোরীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ মৃৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ক্লাসের ভিতর যেভাবে ১৪ বছরের কিশোরীর মৃত্যু হয়, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে।